ফুলেল শুভেচ্ছা নতুন বই ও নানান গিফটে শুরু হলো যাইতুনের নতুন বছর
আলহামদুলিল্লাহ
যাইতুন একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষ সুন্দরভাবে শুরু হয়েছে। নতুন একাডেমিক বছরের শুরুর দিন আয়োজন করা হয় Happy First Day of Zaitoon অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি নতুন শিশু এবং অভিভাবকদের পদচারণায় সুশোভিত হয়।
হ্যাপি ফার্স্ট ডেতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় যাইতুনের পক্ষ থেকে। সবাইকে রজনীগন্ধার স্টিক তুলে দেন যাইতুনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, সেক্রেটারি এডভোকেট রাবেয়া সুলতানা এবং ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক।
শিক্ষার্থীদের জন্য এ দিনটি ছিল খুবই আনন্দের। তারা সবাই স্কুলের পক্ষ থেকে স্কুল ব্যাগ, পেনসিল বক্স, নতুন বই, চকলেট ও অন্যান্য গিফট পেয়ে খুশীতে আত্মহারা হয়ে যায়। যাইতুন অভিভাবকদের জন্যও ছিল নানা উপহার। তাদেরকে প্রদান করা হয় যাইতুন বুক, ক্যালেন্ডার এবং যাইতুন মগ। অভিভাবকরাও এসব উপহার পেয়ে বেজায় খুশী হয়েছেন।
মোট দুই পর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের অরিয়েন্টেশন সম্পন্ন হয়। ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকরা ক্লাসে নিয়ে তাদেরকে নতুন বছরের নির্দেশনা বুঝিয়ে দেন। অভিভাবকদেরকে নিয়ে আলাদা অরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। উক্ত প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও যাইতুন একাডেমির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক। এরপর যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক হাতে কলমে যাইতুন একাডেমির শিক্ষা কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। স্কুল ডায়েরি, ওয়েবসাইট, শিক্ষক, অভিভাবকসহ সকল অংশের দায়িত্বগুলো সম্পর্কে সবাইকে সচেতন করেন। অনুষ্ঠান শেষ হয় মিষ্টি বিতরণের মাধ্যমে।
যাইতুন একাডেমির সেক্রেটারি এডভোকেট রাবেয়া সুলতানা সবাইকে কৃতজ্ঞতা জানান।