বরেণ্য শিক্ষাবীদদের পদধূলিতে ধন্য হলো যাইতুন

বরেণ্য শিক্ষাবীদদের পদধূলিতে ধন্য হলো যাইতুন

আজ ১১ জানুয়ারি, ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার
বরেণ্য শিক্ষাবীদ, বহু গ্রন্থ প্রণেতা, বহু ভাষাবীদ, পণ্ডিত ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফিক স্যার যাইতুন একাডেমিতে পদধূলি রেখে গেলেন। যাইতুনকে তিনি সমৃদ্ধ করলেন বিভিন্ন পরামর্শ দিয়ে। এসময় তাকে অভ্যর্থনা জানান যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক এবং ভাইস চেয়ারম্যান ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। প্রফেসর ড. আবু বকর রফিক স্যারের সাথে আরো ছিলেন খ্যাতিমান শিক্ষাবীদ প্রফেসর ড. আবুল কালাম মোহাম্মদ শাহেদ, আইআইইউসি, চট্টগ্রাম কলেজের সাবেক কর্মকর্তা জনাব আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো. হাসান এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক রায়হান আজাদ।

যাইতুনের পক্ষ থেকে সবাইকে ক্যালেন্ডার ও যাইতুন মগ উপহার দেয়া হয়।

Recent News