ইলান্নুর ইনস্টিটিউটের সাথে যাইতুনের সমঝোতা চুক্তি : আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণে কাজ করবে উভয় প্রতিষ্ঠান

ইলান্নুর ইনস্টিটিউটের সাথে যাইতুনের সমঝোতা চুক্তি : আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণে কাজ করবে উভয় প্রতিষ্ঠান

ইলান্নুর ইনস্টিটিউটের সাথে যাইতুনের সমঝোতা চুক্তি : আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণে কাজ করবে উভয় প্রতিষ্ঠান



সৌদি আরবের বিখ্যাত আরবি ভাষা শিক্ষা কোর্স “আল আরাবিয়াহ বাইনা আওলাদিনা” বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ইলান্নুর ব্যাপক কার্যক্রম শুরু করেছে। কার্যক্রমগুলোর মধ্যে “আল আরাবিয়াহ বাইনা আওলাদিনা” বইটি বাংলাদেশে বাজারজাত করা, বইটির ওপর শিক্ষক প্রশিক্ষণ এবং বিভিন্ন কর্মশালার আয়োজন অন্যতম।

ইলান্নুরের ম্যানেজিং ডিরেক্টর জনাব একেএম আহসান হাবিব এর নেতৃত্বে একটি টিম যাইতুন একাডেমিতে গত ১০ জানুয়ারি ২০২৪ আসেন। তারা যাইতুন একাডেমিকে “আল আরাবিয়াহ বাইনা আওলাদিনা” শিক্ষক প্রশিক্ষণের জন্য বেছে নেয়ার ইচ্ছা পোষণ করলে যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা প্রদান করেন। ইলান্নুরের টিমের অন্যান্য সদস্যরা হলেন, ড. মাহমুদুল হাসান ইউসুফ, মাস্টার ট্রেইনার, এরাবিক ল্যাংগুয়েজ টিচার্স ফর নন-ন্যাটিভ স্পিকার্স, ইলান্নুর ইনস্টিটিউট; মোহাম্মদ সেলিম, ট্রেইনার, ইলান্নুর ইনস্টিটিউট; চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান জনাব আব্দুল কাদের এবং সাফীর অনলাইন স্কুলের শিক্ষক জনাব মোহাম্মদ মাক্কী প্রমূখ।

Recent News