মহিলা সাহাবীদের জীবনের আলোকে চারিত্রিক সৌন্দর্য্য শীর্ষক সাপ্তাহিক দারস

মহিলা সাহাবীদের জীবনের আলোকে চারিত্রিক সৌন্দর্য্য শীর্ষক সাপ্তাহিক দারস

যাইতুন একাডেমি ছাত্র-ছাত্রীদের একাডেমিক পড়া-লেখার পাশাপাশি আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য প্রতি সপ্তাহে মেইল এবং ফিমেল আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হচ্ছে সাপ্তাহিক দারস প্রোগ্রাম। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে ফিমেল ক্যাম্পাসে দারসের শিডিউল নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ফিমেল ক্যাম্পাসের দারসের বিষয়বস্তু ছিল: ”মহিলা সাহাবীদের জীবনের আলোকে চারিত্রিক সৌন্দর্য্য” । ড. মুহাম্মদ আমিনুল হক যাইতুনের ছোট্ট ছোট্ট বালিকাদের সহজ ও প্রাঞ্জল ভাষায় সাহাবী কাকে বলে, মহিলা সাহাবী কারা ছিলেন, মহিলা সাহাবীদের চারিত্রিক সৌন্দর্য্যগুলোর ওপর বিশদ আলোচনা করেন।
যাইতুনের ছোট্ট ছোট্ট মেয়েরা উস্তাজের চমৎকার আলোচনা শুনে অনেক কিছু শিখেছেন এবং আনন্দিত হয়েছেন।

Recent News