উৎসবমুখর পরিবেশে যাইতুন পিঠা উৎসব-২৪ সম্পন্ন
১৭ জানুয়ারি ২০২৪ রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল যাইতুন পিঠা উৎসব। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসব হয়ে উঠে উৎসবমুখর।
সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত পিঠা উৎসব চলে। এতে যাইতুনের সকল শাখার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ক্লাস ও সেকশন ভিত্তিক স্টল সাজানো হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রী প্রথমে বাসা থেকে পিঠা এনে তার স্টলে জমা দেয়। এরপর শিক্ষকদের নেতৃত্বে প্রত্যেক স্টলের সদস্যরা পিঠা বেচা-বিক্রি করেন। প্রায় দশ হাজার টাকা বেচা বিক্রি হয় পিঠা মেলায়। কোনো পিঠা অবিক্রিত থাকেনি। অভিভাবকরা সবাই পিঠা কিনেছেন আবার তারা বিক্রি করেছেন। তারা ছাত্র-ছাত্রীদের বেচা-বিক্রিতে সহযোগিতা করেছেন। পিঠা বিক্রিত টাকা দিয়ে আবার ক্লাস ভিত্তিক পারফরমেন্সের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হবে। মেলার পুরো সময় জুড়ে যাইতুনের সেক্রেটারি জনাবা রাবেয়া সুলতানা তত্বাবধান করেছেন। উপস্থিত ছিলেন যাইতুনের ভাইস চেয়ারম্যান ডা. শিরিন ফাতেমা।