যাইতুন একাডেমি ও ইলান্নুর ইনষ্টিটিউট এর উদ্যোগে এডুকেটরস সেমিনার সম্পন্ন

যাইতুন একাডেমি ও ইলান্নুর ইনষ্টিটিউট এর উদ্যোগে এডুকেটরস সেমিনার সম্পন্ন
===============================
যাইতুন একাডেমি ও ইলান্নুর ইনষ্টিটিউট এর উদ্যোগে এডুকেটরস সেমিনার সম্পন্ন হয়েছে। আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষাদান—শিখন দর্শন, পদ্ধতি ও কৌশল শিরোনামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০ হতে ৭:০০ ঘটিকা পর্যন্ত পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, ওয়ার্লেস, খুলশী, চট্টগ্রাম (আইসিটি ভবন ৫ তলা)য় এই আয়োজন সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন: প্রফেসর ড. মাহমুদুল হাসান ইউসুফ, প্রধান ইনস্ট্রাকক্টর, ইলান্নুর ইনস্টিটিউট।
ড. মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রাম সঞ্চালনা করেন মেজর (অব) আহসান হাবিব, পরিচালক, ইলান্নুর ইনস্টিটিউট।
চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার শিক্ষক/শিক্ষিকা ও আরবি ভাষা প্রশিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন।

Recent News