নানা আয়োজনে সম্পন্ন হলো যাইতুনের ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি

নানা আয়োজনে সম্পন্ন হলো যাইতুনের ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি

নানা আয়োজনে সম্পন্ন হলো
যাইতুনের ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি
==============================
পবিত্র ঈদুল আযহার ছুটির পর আজকে ছিল যাইতুন একাডেমির ওপেনিং ডে।
আজকের দিনটা যাইতুনের ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের কাছে অন্যরকম ছিল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাইতুনে আয়োজন করা হয় ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি।
অভিভাবকৃন্দ তাদের কুরবানীকৃত পশু গরু, ছাগল, মহিষ ইত্যাদির গোশত রান্না করে নিয়ে আসেন। সকলের রান্না এক পাত্রে রাখা হয়। এরপর আবার সবাই এক পাত্র থেকে খাওয়ার মজাই আলাদা। বহু পরিবার আজকে পরিণত হয়েছিল এক পরিবারে। ছোট ছোট বাচ্চারা বাসার বাইরে ওদের সহপাঠীদের সাথে খেতে পেরে অনেক আনন্দ পেয়েছে।
আজকের এই আয়োজন থেকে যাইতুনের শিশুরা অনেক কিছু শিখেছে। তারা শেয়ারিং শিখেছে। নিজেদের খাবার অন্যদের সাথে শেয়ার করার মানসিকতা শিখেছে। সামাজিকতা শিখেছে।
আজকের আয়োজন ছিন নানা কর্মসূচিতে ভরপুর।
কুরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশন, কুরবানী ঈদের অনুভূতি প্রকাশ, বাচ্চাদের জন্য চকোলেট ও বেলুন গিফট ইত্যাদি সবাইকে আন্দোলিত করেছে।
যাইতুনের অভিভাবকরা সবাই এই ধরনের আয়োজেন অনেক খুশি। তাদের অনেককেই বলতে শোনা গেছে, আলহামদুলিল্লাহ যাইতুনের প্রতিটি আয়োজন অনেক সুন্দর ও শিক্ষনীয়। তারা পিঠা উৎসব, গরীবদের মাঝে ইফতার বন্টন, প্রতিদিন ইফতার প্রোগ্রাম, তারবিয়্যাহ প্রোগ্রামসহ নানান প্রোগ্রামের ভূয়ষী প্রশংসা করেন।

Recent News