পবিত্র মাহে রমাদান উপলক্ষে খাদ্য ও ইফতার বিতরণ কর্মসূচি -২০২৪

পবিত্র মাহে রমাদান উপলক্ষে খাদ্য ও ইফতার বিতরণ কর্মসূচি -২০২৪

السلام عليكم ورحمة الله وبركاته.

সম্মানিত অভিভাবক!
পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন রোযা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সাওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। — সহীহ, ইবনু মা-জাহ (১৭৪৬) আলোচ্য হাদীসের আলোকে যাইতুন একাডেমি পবিত্র রমাদান মাসে ইফতার ও খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। সে লক্ষ্যে নিম্মোক্ত তালিকা অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে খাদ্য/ইফতার পণ্য অফিসে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত খাদ্য/ইফতার পণ্য প্যাকেট করে একাডেমির সহযোগিতায় শিক্ষার্থীদের মাধ্যমে তা গরীব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
খাদ্য পণ্য তালিকা:
• ১. মুড়ি: আধা কেজি
• ২. ছোলা: ১ কেজি
• ৩. চিড়া: আধা কেজি
• ৪. চাল: ২ কেজি
• ৫. ডাল: আধা কেজি
• ৬. তেল: ১ লিটার
• ৭. আলু : ২ কেজি
• ৮. পিঁয়াজ: ১ কেজি

ইফতার সামগ্রী গ্রহণ:
১৮ মার্চ ও ১৯ মার্চ, ২০২৪

ইফতার সামগ্রী বিতরণ:
২১-২২ মার্চ, ২০২৪

বিঃদ্রঃ
• কেউ চাইলে উল্লেখিত তালিকার চেয়ে বেশি দেওয়ার সুযোগ রয়েছে


ধন্যবাদান্তে
যাইতুন একাডেমি