তীব্র তাবদাহজনিত জরুরি নোটিশ

তীব্র তাবদাহজনিত জরুরি নোটিশ
==================
আসসালামুয়ালাইকুম
প্রিয় অভিভাবক!
বর্তমানে তীব্র তাবদাহ চলমান থাকায় যাইতুন একাডেমি ছাত্র-ছাত্রীদের স্বার্থে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
ক. যাইতুন একাডেমি ১৮-২০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত (প্লে-থ্রি) বন্ধ থাকবে (আবাসিক হিফজ ও আফটার স্কুল হিফজ ব্যতিত)।
খ. ২০ এপ্রিলের অভিভাবক-শিক্ষক সমাবেশ (পিটিএম) ২৭ এপ্রিল রোজ শনিবার অনুষ্ঠিত হবে।
গ. আগামী ২২ এপ্রিল থেকে মিড টার্ম পরীক্ষা শুরু হওয়ার পরিবর্তে ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।
ঘ. মিড-টার্ম পরীক্ষার এডমিট কার্ড আগামী কাল থেকে অফিস থেকে সংগ্রহ করা যাবে।