যাইতুনের ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি ২৪ জুন সোমবার

ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টি
প্রিয় অভিভাবক
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাইতুন একাডেমির উদ্যোগে আগামী ২৪ জুন, ২০২৪ রোজ সোমবার ঈদ রিইউনিয়ন ও কুরবান ডিশ পার্টির আয়োজন করা হচ্ছে। উক্ত প্রোগ্রামে ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

অনুষ্ঠান সূচি:
-----------------
ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের আগমণ ১১:০০ টা
কুরআন তিলাওয়াত ১১:৩০
নাশিদ ১২:০০
ঈদ অনুভূতি শেয়ার ১২:১৫
শিক্ষক/অভিভাবকদের বক্তব্য ১২:৩০
সেক্রেটারি ও চেয়ারম্যানের বক্তব্য ১২:৪৫
গিফট বিতরণ ০১:০০
জোহরের নামাজ ০১:১৫
সবাই একসাথে খাওয়া ০১:৩০-০২:০০

অভিভাবকদের করণীয়:
প্রত্যেক অভিভাবক নিজেদের সংখ্যা বাদ দিয়ে অতিরিক্ত ২ জনের খাবার আনবেন:
ক. কুরবানীর গোশত ভুনা (গরু/মহিষ/ছাগল) = নিজেদের বাদে অতিরিক্ত ২ জনের পরিমাণ।
খ. মুরগী ফ্রাই= নিজেদের বাদে অতিরিক্ত ২ পিস।
উদাহরণ: যেমন একজন অভিভাবকের ২ জন বাচ্চা আছে আর ঐ ছাত্র-ছাত্রীর পিতা-মাতা উভয়ই যদি আসেন তাহলে তাঁদের ৪+২=৬ জনের খাবার আনতে হবে।

যাইতুনের পক্ষ থেকে যা থাকছে:
ক. সাদা ভাত
খ. ডাল
গ. সালাদ ও পানি