ভর্তি সংক্রান্ত নোটিশ

সম্মানিত অভিভাবকৃবন্দ!
আপনার সন্তানকে গড়ার জন্য যাইতুন একাডেমিকে বেছে নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে একরাশ অভিনন্দন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
১. ভর্তি চলবে প্রতিদিন: সকাল ০৯ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত ।
২. প্রথম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
৩. দ্বিতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায়।
৪. ভর্তির সময় প্রদান করতে হবে: ভর্তি ফি (Including others)+ জানুয়ারী মাসের বেতন + বই, খাতা, স্টেশনারীর মূল্য।
৫. ইউনিফর্মের (জুতা+মোজা বাদে) টাকা আলাদা প্রদান করতে হবে।
৬. যাদের সন্তান ওয়েটিংয়ে আছে তাদের ভর্তি ২৮ নভেম্বর শুরু হবে।
৭. যে সমস্ত অভিভাবক Parent questionnaire ফর্ম পূরণ করেননি তারা সন্তানদের ভর্তির পূর্বে তা পূরণ করে সাবমিট করা আবশ্যক।
৮. ভর্তির সময় সন্তানের জন্ম সনদ, মা-বাবার এনআইডি কার্ডের কপি অবশ্যই জমা দিতে হবে।
৯. ভর্তির সময় আপনার সন্তানকে সাথে নিয়ে আসতে হবে এবং স্টুডেন্ট আইডি কার্ডের জন্য যাইতুন অফিসে ছবি তুলতে হবে।
১০. বই, খাতা, স্টেশনারীর জন্য আলাদা বিস্তারিত নোটিশ প্রদান করা হবে। এখন শুধু এই খাতের নির্দিষ্ট টাকা প্রদান করে রাখতে হবে।

ক্লাস বুক, স্টেশনারি ফি
প্লে ৩৫০০/-
নার্সারি ৩৫০০/-
কেজি ৫০০০/-
প্রথম শ্রেণি ৫২০০/-
দ্বিতীয় শ্রেণি ৫৩০০/-
তৃতীয় শ্রেণি ৫৫০০/-

১১. সবাইকে ১৫ ডিসেম্বরের মধ্যে ইউনিফরম বানাতে হবে। ইউনিফরম ও আইডি কার্ড ছাড়া কেউ ক্লাস করার অনুমতি পাবে না।
১২. বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় নেয়ার সময় অভিভাবকদেরকে অবশ্যই প্যারেন্ট কার্ড শো করতে হবে। প্যারেন্ট কার্ড বাচ্চা ভর্তি হওয়ার সাথে সাথেই অটোমেটিক ওয়েবসাইটে রেডি হয়ে যাবে। ছাত্র/ছাত্রীদের ওয়েব প্যানেল থেকে ডাউনলোড করা যাবে। অবশ্য প্রথম কপি অফিস থেকে প্রিন্ট করে দেয়া হবে।
১৩. বাচ্চাদের উপস্থিতি রেকর্ড, একাডেমিক প্রগ্রেস রিপোর্ট, হেলথ কার্ড, লিভ আবেদনসহ যাবতীয় বিষয় যাইতুনের নিজস্ব ওয়েবসাইট থেকে অভিভাববৃন্দ নিজেরাই পাবেন। এ বিষয়ে ১লা জানুয়ারী অভিভাবকদের ট্রেনিং প্রদান করা হবে ইনশাআল্লাহ।
১৪. যাইতুনের পক্ষ থেকে আইডি কার্ড, স্কুল ডায়েরি (১ম বার) ও স্কুল ব্যাগ গিফট দেয়া হবে ইনশাআল্লাহ।
১৫. আপনাদের সার্বিক পরামর্শ, দোয়া ও সহযোগিতায় যাইতুন এগিয়ে যাবে ইনশাআল্লাহ।