যাইতুন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন

যাইতুন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন

যাইতুন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন الحمد لله، ثم الحمد لله গত ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত একটানা তিন দিনব্যাপী যাইতুন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির স্কুল শাখা এবং হিফজ শাখা—উভয় বিভাগের সব গ্রুপের ছাত্রছাত্রীরা উচ্ছ্বাস ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। 🏟️ ১১ ডিসেম্বরের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ইয়াকুব ফিউচার পার্কের গ্লোবাল স্পোর্টস মাঠে, যেখানে শিক্ষার্থীরা তাদের সেরাটা উপস্থাপন করে। 🏅 শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে— • দৌড় • বেলুন ফোটানো • দড়িলাফ • দীর্ঘ লাফ • উচ্চ লাফ • যেমন খুশি তেমন সাজো • পিরামিড নির্মাণ • বাস্কেটে বল থ্রো • পিলোপাস • চেয়ার সিটিং এবং আরও অনেক রোমাঞ্চকর প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্ট শেষে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপ বিজয়ীদেরকে মেডেল পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। 🏅🏅🏅 যাইতুন একাডেমির মাননীয় চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ সবাইকে আনন্দ ও বন্ধুত্বের অদ্ভুত একটি পরিবেশ উপহার দেয়। ⚽🤝 ✨ আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন এই তিন দিনের আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্টাফদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দোয়া করি—যাইতুন একাডেমির প্রতিটি আয়োজন হয়ে উঠুক শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও শারীরিক বিকাশের অনুপ্রেরণা। #ZaitoonAcademy #AnnualSports #CulturalProgram #StudentActivities #Alhamdulillah

Recent News