যাইতুন একাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের শুভ সূচনা
🌿যাইতুন একাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের শুভ সূচনা 🌿 পহেলা জানুয়ারি ২০২৬—আনন্দ, উদ্দীপনা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে যাইতুন একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। এ উপলক্ষে একই দিনে সফলভাবে আয়োজন করা হয় প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বুক ফেস্টিভ্যাল এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান—যা পুরো দিনটিকে করে তোলে স্মরণীয় ও প্রাণবন্ত। 🎖️ বর্ষসেরা শিক্ষক সম্মাননা শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য বর্ষসেরা তিনজন শিক্ষক-শিক্ষিকাকে ক্রেস্ট ও নগদ ১০,০০০ টাকার চেক প্রদান করা হয়। সম্মানিত প্রাপকেরা হলেন— ▪️ জনাব আব্দুর রাকিব চৌধুরী ▪️ জনাব আবু নাফি আনসারী ▪️ মিসেস হাসিনা আক্তার 🤝 সেরা অভিভাবক সম্মাননা যাইতুন পরিবারের প্রতি আন্তরিক সহযোগিতা ও সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা অভিভাবককে প্রত্যেককে ৪,০০০ টাকার বিমান টিকিটের চেক প্রদান করা হয়। 🏆 যাইতুন বর্ষসেরা শিক্ষার্থী ২০২৫ শিক্ষাবর্ষে অসাধারণ সাফল্যের জন্য আফরা বিনতে আমান-কে যাইতুন বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়। তাকে প্রদান করা হয় ক্রেস্ট ও ৬,০০০ টাকার চেক। 📘 একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাঁচজন মেধাবী শিক্ষার্থী একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে— 🌟 আফফান বিন আমীন 🌟 সামিহা আহমদ সারা 🌟 রাইয়ান আহমদ শীষ 🌟 নুসাইফা আয়াতুল্লাহ আসমাথ 🌟 আয়শা বিনতে গিয়াস তাদের প্রত্যেককে ক্রেস্টসহ ৪,০০০, ৩,০০০ ও ২,০০০ টাকার নগদ চেক প্রদান করা হয়। 👶 প্লে নার্সারি ও কেজি প্লে নার্সারি ও কেজি পর্যায়ের যেসব শিক্ষার্থী আউটস্ট্যান্ডিং ফলাফল অর্জন করেছে, তাদেরকেও বিশেষ ক্রেস্ট দিয়ে উৎসাহিত করা হয়। 🎤 অভিভাবক ওরিয়েন্টেশন অভিভাবকদের জন্য দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন প্রদান করেন যাইতুন একাডেমির সম্মানিত চেয়ারম্যান ডঃ মুহাম্মদ আমিনুল হক। তিনি যাইতুনের ভিশন-মিশন, নীতিমালা ও শৃঙ্খলা সম্পর্কে সুন্দরভাবে আলোকপাত করেন এবং যাইতুনের প্রতি অভিভাবকদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে প্রত্যেক অভিভাবককে উপহার হিসেবে প্রদান করা হয়— 👜 একটি পাটের ব্যাগ 📅 একটি ক্যালেন্ডার 🌿 একটি মিসওয়াক 📁 একটি স্টুডেন্ট রেকর্ড ফাইল 🌸 নতুন শিক্ষার্থীদের বরণ নতুন সেশনের শুরুতে প্রতিটি শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে সাদরে বরণ করে নেন চেয়ারম্যান ডঃ মুহাম্মদ আমিনুল হক ও সেক্রেটারি এডভোকেট রাবেয়া সুলতানা। পরে শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষিকারা চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় যাইতুনের স্কুল ব্যাগ, আইডি কার্ড, পেন্সিল বক্স ও নতুন বই—যা তাদের আনন্দকে করে তোলে দ্বিগুণ। 🍱 সমাপনী আপ্যায়ন সবশেষে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় মজাদার নাস্তার প্যাকেট। ✨ নতুন বছর, নতুন আশা—আল্লাহর রহমতে যাইতুন একাডেমির ২০২৬ সেশন হোক জ্ঞান, আদব ও সাফল্যে ভরপুর। যাইতুন একাডেমি—দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ শিক্ষা। 🌱
