যাইতুনে ফল উৎসব-২০২৪ : সকলের জন্য উন্মুক্ত থাকছে
যাইতুন একাডেমিতে ফল উৎসব প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। আগামী ০৮ আগস্ট-২০২৪ যাইতুন একাডেমির গ্রাউন্ড ফ্লোরে ফল উৎসবের আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
ফল উৎসবে যাইতুন একাডেমির সকল শিক্ষার্থী (আবাসিক হিফজ ছাত্র/ছাত্রীসহ) অংশগ্রহণ করবেন। আগস্ট মাসের পুরো সপ্তাহ জুড়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ফলের নাম আরবি, ইংরেজি ও বাংলায় শিখানো হবে। বাংলাদেশের বিভিন্ন ফল সম্পর্কে বিশদভাবে বাচ্চাদেরকে শিখানো হবে। ক্লাস ওয়াইজ স্টল হবে। বিভিন্ন ধরনের জুস বারের আয়োজনও থাকবে।
ফল উৎসব যাইতুনের সকল অভিভাবক এবং বাইরের যেকোনো অভিভাবক বাচ্চাদের নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকছে।