কেমন রাষ্ট্র চাই শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
যাইতুন একাডেমির উদ্যোগে ১১ সেপ্টেম্বর, ২০২৪ রোজ বুধবার কেমন রাষ্ট্র চাই শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ড. ফয়জুল হক। যাইতুন একাডেমির কনফারেন্স হলে আয়োজিত উক্ত সংলাপে বিভিন্ন সুধীজন অংশগ্রহণ করে তাদের নতুন রাষ্ট্র গঠনে তাদের ভাবনাগুলো শেয়ার করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, আমরা ছাত্র জনতা সবাই মিলে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা আপাতত ফ্যাসিবাদী হাসিনাকে তাড়াতে পারলেও তার দোসররা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে রয়ে গেছে। এদেরকে তাড়াতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে অন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক এবং যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক।
অনুষ্ঠানের শেষ অংশে যাইতুন একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি ড. ফয়জুল হককে দেশের জন্য অনবদ্য অবদান রাখায় ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।