যাইতুন শিক্ষকদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০২৪

যাইতুন শিক্ষকদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০২৪

ফটোগ্রাফি প্রতিযোগিতা
যাইতুন একাডেমি কর্তৃপক্ষ শিক্ষকদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করছে। উক্ত প্রতিযোগিতায় যাইতুনের সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা অংশ নিতে পারবেন। সেরা ৩ জনকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারের বিবরণ:
প্রথম পুরস্কার: ২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বই।
দ্বিতীয় পুরস্কার: ১ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বই।
তৃতীয় পুরস্কার: ৫০০ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বই।
শর্ত ও নিয়মাবলী:
===========
১. শুধুমাত্র যাইতুনের শিক্ষকবৃন্দ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২. কোয়ালিটি রেজুলেশন ছবি হতে হবে।
৩. প্রতিটি ছবির সুন্দর অবজেক্ট থাকতে হবে।
৪. একজন শিক্ষক ৫ ক্যাটাগরিতে ছবি জমা দিতে পারবেন। প্রতি ক্যাটাগরিতে ৩টি করে ছবি দিতে পারবেন।
৫. ছবির সাথে ক্যাপশন দিতে হবে।
৬. ছবি জমা দিতে হবে সফট এবং হার্ড ফরম্যাটে।
৭. ছবির সাথে শিক্ষকের নাম ও আইডি নাম্বার উল্লেখ করতে হবে।
৮. ছবি জমা দেয়ার শেষ সময়: ২২ অক্টোবর, ২০২৪।
৯. ফরমাল জায়গার ছবিগুলোতে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ইউনিফরম পরিহিত ছবি তুলতে হবে।
১০. ছবি জমা দিতে হবে: জনাব অলি উল্লাহর কাছে
১১. ছবি তুলতে অন্য শিক্ষকের সহযোগিতা নেয়া যাবে।
১২. ছবি তুলতে যাইতুনের ক্যামেরা ও অলি উল্লাহর সহযোগিতা নেয়া যাবে।
১৩. প্রতিযোগিতার জন্য জমাকৃত ছবি যাইতুন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও শেয়ার করা যাবে না।
ছবির ক্যাটাগরি সমূহ:
=============
১. শিক্ষক ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীরা তা গভীর মনোযোগের সাথে দেখছেন/শুনছেন।
২. ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থীর গ্রুপ ছবি।
৩. শিক্ষার্থীদের গ্রুপ ছবি/ গ্রুপ ওয়ার্ক/এক্টিভিটি।
৪. সুন্দর অবজেক্ট নিয়ে শিক্ষার্থীদের একক ছবি যেমন: বই বুকে নিয়ে ছবি, গভীর মনোযোগে আর্ট/পড়া/লেখার ছবি ইত্যাদি।
৫. শিক্ষার্থী ডেস্কটপ কম্পিউটারে কাজ করছে এমন পোজের সিঙ্গেল ছবি।
৬. খেলাধুলা, ক্লিনিং এক্টিভিটি, ব্যায়াম/শরীর চর্চা, অভিনয় ইত্যাদির ছবি।
৭. ডাইনিং হলে খাওয়ার ছবি
৮. হিফজ বিভাগের গ্রুপ পড়ার ছবি (ছেলে/মেয়ে)
৯. হিফজ বিভাগের শিক্ষার্থীদের বাইরে খেলার ছবি।
১০. লাইব্রেরি ব্যবহারের সিঙ্গেল ও গ্রুপ ছবি।
১১. হিফজ বিভাগের ছাত্রদের গ্রুপ ওয়াইজ বুকে কুরআন নিয়ে ছবি।
১২. হিফজ বিভাগের শিক্ষকদের ছবি ছাত্রদের সাথে।
১৩. শিক্ষকদের মিটিং/ ট্রেনিং প্রোগ্রামের ছবি/ইন্টারনশিপ ইত্যাদি
১৪. শিক্ষকদের গ্রুপ আড্ডা
১৫. শিক্ষার্থীদের নামাজ/জলসা/সাংস্কৃতিক প্রোগ্রামের ছবি।
১৬. অন্যান্য

Recent News