নতুন শিক্ষকদের অরিয়েন্টেশন ও বরণ প্রোগ্রাম সম্পন্ন
নতুন শিক্ষকদের অরিয়েন্টেশন ও বরণ প্রোগ্রাম সম্পন্ন
==============================
যাইতুন একাডেমির নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হল আজ। যাইতুন একাডেমীর চেয়ারম্যান ডঃ মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ মুহাম্মদ শহীদুল হক। আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সাউদ বিন মুহাম্মদ এবং ডঃ মোঃ সাইফুল ইসলাম। নতুন শিক্ষকদের অরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয় বেলা তিন ঘটিকায়। আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রেজেন্টেশন প্রোগ্রাম শেষে যাইতুন দেয়ালিকা প্রকাশ করা হয়। এছাড়া যাইতুনের শিক্ষিকা জনাবা ইসরাত জাহান দোলা ঢাকায় স্থানান্তরিত হওয়ার জন্য বিদায় নিলে তাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।
নতুন ও পুরাতন শিক্ষকদের মধ্যে সেতুবন্ধনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাইতুনের সকল শিক্ষক শিক্ষিকা আজকের প্রোগ্রামে অংশ নিয়েছেন। সবাইকে বারবিকিউ পার্টির মাধ্যমে আপ্যায়ন করা হয়। যাইতুন একাডেমির সেক্রেটারি অ্যাডভোকেট রাবেয়া সুলতানা সকল মেহমানের মূল্যবান বক্তব্য সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।