বার্ষিক অভিভাবক সম্মেলন-২০২৪ ও Parenting Workshop অনুষ্ঠিত
বার্ষিক অভিভাবক সম্মেলন-২০২৪
ও
Parenting Workshop অনুষ্ঠিত
=====================================
যাইতুনের বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত
২৩ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল সাড়ে আটটায় যাইতুনের একাডেমিক শাখার শতাধিক অভিভাবকের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।
সম্মেলনে অভিভাবকদেরকে ২০২৪ সালের একাডেমিক পারফরম্যান্স ও কার্যক্রম নিয়ে বিশদ বিবরণ তুলে ধরা হয়। এরপর ২০২৫ সালের একাডেমিক পরিকল্পনা পেশ করা হয়।
সম্মেলনের একটি অংশ ছিল প্যারেন্টিং ওয়ার্কশপ। Parenting pressure on children: Burden and effects শিরোনামে ওয়ার্কশপ পরিচালনা করেন যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক।
সম্মেলনে অংশগ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সেক্রেটারি এডভোকেট রাবেয়া সুলতানা। সম্মেলনে অভিভাবকরা তাদের সুন্দর অনুভূতি ব্যক্ত করেন। তারা তাদের সন্তানদের সার্বিক উন্নতিতে অনেক খুশি। অভিভাবকবৃন্দ আগামী সেশনের জন্য কিছু গঠনমূলক পরামর্শ প্রদান করেন।