যাইতুনের বর্ষসেরা ৪ শিক্ষক পেলেন সম্মাননা
যাইতুনের বর্ষসেরা ৪ শিক্ষক পেলেন সম্মাননা:
============================
ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ”যে দেশে গুণীর কদর নেই সেদেশে গুণী জন্মায় না”।
যাইতুন একাডেমি ড. মুহাম্মদ শহীদুল্লাহর এই বাণীকে ধারণ করে। যাইতুন কর্তৃপক্ষ সবসময় চায় গুণীর কদর করতে।
যাইতুনের ২০২৪ সেশনের সেরা শিক্ষক হিসেবে ৪ জনকে নির্বাচিত করা হয়েছে। সেরা শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষকদের জনপ্রিয়তা, অভিভাবকদের মতামত, যাইতুনের শিক্ষকদের একে অপরের প্রতি মূল্যায়ন এবং কর্তৃপক্ষের নিজস্ব মূল্যায়ন ডাটাকে বিবেচনা করা হয়েছে।
২০২৪ সালের সেরা শিক্ষক হয়েছেন:
১. হাফেজ আবুল হারেস আব্দুল্লাহ (হিফজ বিভাগ)
২. হাফেজ মোঃ যুবায়ের (কুরানিক স্টাডিজ)
৩. মিসেস তানিয়া হোসাইন (এনসি)
৪. জনাব আব্দুর রাকীব চৌধুরী (এনসি)
গত ১৩ ডিসেম্বর, ২০২৪ রোজ শুক্রবার চট্টগ্রাম সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাদেরকে যাইতুন একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ এনায়েত উল্লাহ পাটোয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক, আইআইইউসির অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাঃ শরীফুল হক, সাবেক কাউন্সিলর জনাব মোঃ মাহফুজুল আলমসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে তারা সম্মাননা ক্রেস্ট, প্রতিজনে ৭৫০০ টাকা করে চেক, সার্টিফিকেট, সম্মাননা উত্তরীয় ইত্যাদি গ্রহণ করেন। এসময় অভিভাবক, ছাত্র-ছাত্রীরা ব্যাপক করতালির মাধ্যমে তাদেরকে সম্মান জানান।