যাইতুনের বর্ষসেরা-২০২৪ হলেন ৩ ছাত্রী

যাইতুনের বর্ষসেরা-২০২৪ হলেন ৩ ছাত্রী

যাইতুনের ৩ জন মেধাবী শিক্ষার্থী পেলেন বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড-২০২৪। ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে তারা ৩ জন সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গৌরব অর্জন করেন। তারা হলেন:
▪️Golden Badge - মুমতাহিনা আজম সাবিহা
▪️Silver Badge - আফরা বিনতে আমান
▪️Blue Badge - জাহরা আহমদ সাফিরাহ
সেরা শিক্ষার্থী প্রত্যেকের জন্য যাইতুনের পক্ষ থেকে ব্যাজ, ক্রেস্ট, সার্টিফিকেট, ৫০০০ টাকা করে চেক ও উত্তরীয় প্রদান করা হয়....
গত ১৩ ডিসেম্বর, ২০২৪ রোজ শুক্রবার চট্টগ্রাম সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাদেরকে যাইতুন একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ এনায়েত উল্লাহ পাটোয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক, আইআইইউসির অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাঃ শরীফুল হক, সাবেক কাউন্সিলর জনাব মোঃ মাহফুজুল আলমসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে বর্ষসেরা ছাত্রীরা ক্রেস্ট, প্রতিজনে ৫০০০ টাকার স্কলারশিপ চেক, সার্টিফিকেট, উত্তরীয় ইত্যাদি গ্রহণ করেন। এসময় অভিভাবক, ছাত্র-ছাত্রীরা ব্যাপক করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করেন।

Recent News