যাইতুন সবজি মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি : সকলের জন্য উন্মুক্ত

যাইতুন সবজি মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি : সকলের জন্য উন্মুক্ত

যাইতুন সবজি মেলা ১১ জানুয়ারি, ২০২৫
যাইতুন একাডেমিক ক্যালেন্ডারের দ্বিতীয় ইভেন্ট যাইতুন সবজি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ জানুয়ারি রোজ শনিবার। যাইতুন একাডেমি প্রাঙ্গনে সকাল সাড়ে নয়টা থেকে মেলা শুরু হবে ইনশাআল্লাহ।
মেলায় যাইতুন একাডেমির প্লে গ্রুপ থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত সকল সেকশনের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবেন। হিফজ বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্যও অংশগ্রহণের সুযোগ থাকছে।
শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নিয়ে নির্ধারিত স্টলে সবজি নিয়ে বসবেন। তারা ইসলামী পদ্ধতিতে বেচা বিক্রি করবেন। মেলা উপলক্ষ্যে সকল শিক্ষার্থীদের বাংলাদেশী সবজিগুলোর নাম আরবি, বাংলা ও ইংরেজিতে শিখানো হয়েছে।
মেলায় অভিভাবক ছাড়াও বাইরের নারী পুরুষ সকলের জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের জন্য খাওয়ার স্টলও থাকছে পর্যাপ্ত পরিমাণ। সবাইকে মেলায় অংশগ্রহণের জন্য যাইতুন কর্তৃপক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

Recent News