৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে আয়োজন হচ্ছে যাইতুনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫

৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে আয়োজন হচ্ছে যাইতুনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫

যাইতুন একাডেমির সকল আয়োজনেই উৎসবের একটা আমেজ তৈরি হয়। ঠিক তেমনিভাবে ২০২৫ সালের বার্ষিক শিক্ষা সফরকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়ে গিয়েছে। যাইতুনের একাডেমিক শাখার সকল ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সফর বাধ্যতামূলক। তাদের সাথে মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের যাওয়ার সুযোগ ওপেন থাকায় তারাও যোগ দিতে যাচ্ছেন যাইতুনের এই শিক্ষা সফরে।
আগামী ২৫ জানুয়ারি ২০২৫ ডিসি পার্কের ফুল মেলায় যাচ্ছে যাইতুন ফ্যামিলি ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে ঘোড়াঘুড়ি আর আনন্দ-মজার পর অন্য আরেকটা ভেন্যুতে নিয়ে যাওয়া হবে সবাইকে সেখানে সকলে দুপুরের নামাজ, লাঞ্চ করবেন। এরপর সকলের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্ট থাকবে। সেখানে মহিলা ও পুরুষ অভিভাবকদের জন্যও আলাদা আলাদা খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন থাকছে। শিক্ষার্থীদের জন্য থাকছে আনলিমিটেড খেলাধুলা ও আনন্দের সুযোগ ইনশাআল্লাহ। পাহাড় আর সমলের বিস্তির্ণ প্রান্তরে যাইতুন পরিবারের সকল সদস্য উপভোগ করবেন ইনশাআল্লাহ..........

Recent News