যাইতুনের কম্পিউটার ল্যাবে ক্লাস শুরু

যাইতুনের কম্পিউটার  ল্যাবে ক্লাস শুরু

যাইতুনের কম্পিউটার ল্যাব উদ্ভোধন হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫। যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক স্যারের নেতৃত্বে যাইতুনের সকল শিক্ষক শিক্ষিকা ল্যাব উদ্ভোধন প্রোগ্রামে অংশ নেন। কম্পিউটার ল্যাবটি ইতিমধ্যে ক্লাসের জন্য উন্মুক্ত করে দেযা হয়েছে। রুটিন অনুযায়ী ক্লাস শিক্ষকগণ ছাত্র ছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাব ব্যবহার করা শুরু করেছেন। ছাত্র-শিক্ষক সবাই যাইতুনের নতুন কম্পিউটার ল্যাব পেয়ে খুশি।

Recent News