রমাদান : ফাদায়েল ও মাসায়েল শীর্ষক অনলাইন আলোচনা মাহফিল

রমাদান : ফাদায়েল ও মাসায়েল শীর্ষক অনলাইন আলোচনা মাহফিল প্রিয় অভিভাবক পবিত্র মাহে রমাদান আমাদের দোর গোড়ায়। রহমত, বরকত ও মাগফিরাতের এই রমাদান থেকে যাতে আমরা সর্বোচ্চ ফায়দা গ্রহণ করতে পারি সেজন্য যাইতুন একাডেমি আয়োজন করতে যাচ্ছে “রমাদান : ফাদায়েল ও মাসায়েল শীর্ষক অনলাইন আলোচনা মাহফিল। আলোচ্য বিষয়: 👉রমাদান পরিচিতি 👉সিয়াম সাধনা : ফজিলত, করণীয় ও বর্জনীয় 👉রোজার আহকাম 👉কুরআন অধ্যয়ন: কেন করব, কীভাবে করব? 👉লাইলাতুল কদর, ইতিকাফ, যাকাত, সাদাকাহ, ফিতরাহ 👇👇 তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ রোজ বৃহস্পতিবার। 🌅সময়: সন্ধ্যা: ০৭ ঘটিকা। 🛜মাধ্যম: জুম লিংক : https://bdren.zoom.us/j/98237796985