যাইতুনে শুরু হচ্ছে আরবি ভাষা ক্যাম্প

যাইতুনে শুরু হচ্ছে আরবি ভাষা ক্যাম্প

আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ২৪.০৪.২০২৫ ইং (বৃহস্পতিবার) যাইতুন একাডেমিতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। উক্ত ক্যাম্পে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলার যোগ্যতা অর্জনের সরাসরি ট্রেনিং পাবেন। সৌদি আরব ও মিশরে আরবি ভাষায় লেখাপড়া দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের একটানা ১২ ঘন্টা সরাসরি সান্নিধ্যে থেকে শিক্ষার্থীরা আরবি ভাষা চর্চা করবে। যাদের জন্য প্রজোয্য: প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের জন্য। প্রশিক্ষক হিসেবে যারা থাকছেন: ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, প্রফেসর, কুরানিক সাইন্স বিভাগ, আইআইইউসি। ড. মুহাম্মদ আমিনুল হক, সহযোগী অধ্যাপক, দাওয়াহ বিভাগ, আইআইইউসি। ড. মোহাম্মদ শোয়াইব মাক্কী, পরিচালক, আন নাবিল ইনস্টিটিউট। মুহাম্মদ মাক্কী, এডজাঙ্ক ফ্যাকাল্টি, আইআইইউসি। সালমা বিনতে শফিক, লেকচারার, দাওয়াহ বিভাগ, আইআইইউসি। নাজিহাহ বিনতে নোমান, লেকচারার, কুরানিক সাইন্স বিভাগ, আইআইইউসি। সময়: প্রথম শ্রেণি : সকাল ০৮ টা থেকে বিকাল ৫ টা। দ্বিতীয় শ্রেণি-চতুর্থ শ্রেণি: সকাল ০৮ টা থেকে রাত ০৮ টা। প্রয়োজনীয় উপকরণ: আরবি বই, খাতা, কলম, পেন্সিল, গোছলের জন্য তাওয়েল, অতিরিক্ত একসেট জামা কাপড়।  ফি: ল্যাংগুয়েজ ক্যাম্পের খরচ যাইতুন একাডেমি বহন করবে।  শিক্ষার্থীদের দুপুরের খাবার, বিকালের নাস্তা ও ফ্রুটসের জন্য ১০০ টাকা শিক্ষার্থী প্রতি জমা দিতে হবে।

Recent News