Important Instructions Regarding Mid Exam Spring-2025
পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা:- ১/পরীক্ষায় অংশ নিতে হলে প্রত্যক ছাত্রছাত্রীকে অবশ্যই এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। ২/ প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। ৩/ ছাত্রছাত্রীদের অবশ্যই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। (সবার পরীক্ষা নিজ নিজ ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।) ৪/ পরীক্ষা শুরুর ১০ মিনিট পরে কেউ আসলে তাকে অবশ্যই ভাইস প্রিন্সিপাল অফিস থেকে অনুমতি নিয়ে পরীক্ষায় বসতে হবে। ৫/ ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য অবশ্যই এডমিট কার্ড, কলম/ পেন্সিল, ক্লিপ বোর্ড সহ প্রয়োজনীয় সকল কিছু সাথে করে নিয়ে আসবে। ৬/অভিভাবকগণ বাচ্চাদের গ্রাউন্ডফ্লোর হতে টিচারদের কাছে ছেড়ে দিবেন। দয়া করে কোনো অভিভাবক ক্লাসরুমে প্রবেশ করবেন না কিংবা ক্লাসের ফ্লোরে উঠবেন না। ৭/প্রত্যেক ক্লাসে পরীক্ষার পরে পরবর্তী দিনের পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস করানো হবে। তাই ছাত্রছাত্রীরা পরবর্তী দিনের পরীক্ষার বই খাতা নিয়ে আসবে। ৮/ পরীক্ষা চলাকালীন প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুপুর ১২:২০ মিনিটে ছুটি হবে। ৯/ পরীক্ষার রুটিনে কোনো তারিখে যদি পরীক্ষা না থাকে তবে সেই ক্লাসের উক্ত দিনে বন্ধ থাকবে। বি:দ্র: যাইতুন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না। তাই আপনারা নির্ধারিত সময়ের আগেই বাচ্চার সকল বকেয়া পরিশোধ করে পরীক্ষার আগেই তার এডমিড কার্ডটি সংগ্রহ করবেন।
