আফটার স্কুলের মাসিক ছুটির বিজ্ঞপ্তি | ৩০ অক্টোবর ২০২৪ থেকে ০২ নভেম্বর ২০২৪

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২০২৪, রোজ বুধ ও বৃহস্পতিবার যাইতুন একাডেমির তাহফিজ বিভাগের নিয়মিত মাসিক ছুটি চলমান থাকবে। এবং উক্ত ছুটি চলাকালীন আফটার স্কুল ক্লাসসহ তাহফিজ বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

০২ নভেম্বর ২০২৪, শনিবার বাদ মাগরিব থেকে আফটার স্কুলের ক্লাস যথারীতি চলমান থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ দ্রষ্টব্যঃ
• ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার রাত ০৭:৪৫ থেকে ০৮:১৫ পর্যন্ত আফটার স্কুলের সকল ছাত্রের অভিভাবকদের সাথে আলাদা আলাদাভাবে বসে পড়াশোনার তথ্য প্রদান করা হবে। প্রত্যেক ছাত্রের অন্তত একজন অভিভাবক উপস্থিত থেকে তার সন্তানের মাসিক পড়াশোনার তথ্য বুঝে নেয়ার অনুরোধ করা যাচ্ছে।
• আগামী ০২ নভেম্বর ২০২৪, শনিবার থেকে আফটার স্কুলের ছুটি রাত ০৭:৪৫ থেকে ০৮:০০ টায় হবে।



শুভেচ্ছান্তে,
আবুল হারেস আবদুল্লাহ
Head of Tahfeez
Zaitoon Academy